Answer:- (C)
ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে নতুন দিল্লির কনস্টিটিউশন হল-এ 1946 সালের 9 ডিসেম্বর 389 জন সদস্য নিয়ে সংবিধান সভার কাজ শুরু হয়। সংবিধান রচনার পর হাজার 1949 সালের 26 শে নভেম্বর তা গণপরিষদে গৃহীত হয় এবং 26 শে জানুয়ারি 1950 থেকে তা কার্যকর হয়।